26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
spot_imgspot_img

খুনের মামলা মাথায় নিয়ে খেলছেন সাকিব; ভাগ্য নির্ধারণ টেস্টর পর

খুনের মামলা মাথায় নিয়ে মাঠে ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। সেজন্য অনেকটাই চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হলেই সিন্ধান্ত নেয়া হবে এই অলরাউন্ডারের ব্যাপারে।

ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে।

ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। ভক্তদের সমালোচনার বাণ, দলের পতন ভুলে ক্রিকেটে ফিরেছিলেন টাইগার এই অলরাউন্ডার। অবস্থাদৃষ্টে ভবিষ্যতে তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিজ জেলা মাগুরা থেকে দলটির সংসদ সদস্য হওয়ার সুবাদে একটি হত্যা মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। যার রেশ ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সাকিবের ভাগ্যে কি আছে। সেটি জানা যাবে, রাওয়ালপিন্ডি টেস্টের পর। জানালেন, বিসিবির নতুন সভাপতি।

অন্যদিকে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের গদিও নড়বড়ে। সিদ্ধান্ত আসতে পারে এই লঙ্কান কোচকে নিয়েও।

বিসিবির নতুন সভাপতি রাখতে চাননা এই লঙ্কান কোচকে। যদিও তার তাঁর চুক্তি শেষ হবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি শেষে। চুক্তির বাকি ছয় মাস শেষ করে যেতে পারবেন কি না, সেটাই বরং প্রশ্ন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন