২৬/০১/২০২৬, ২১:০৩ অপরাহ্ণ
22 C
Dhaka
২৬/০১/২০২৬, ২১:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় আগামীকাল আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা

খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ জনসভাকে কেন্দ্র করে খুলনা মহানগরী ও জেলায় ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
জনসভা সফল করার লক্ষ্যে অর্ধশতাধিক মাইক দিয়ে চালানো হয়েছে প্রচার-প্রচারণা। ইতোমধ্যে দুই লক্ষাধিক লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে থানা, উপজেলা, ওয়ার্ড ও গ্রামে গ্রামে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। সবমিলিয়ে জনসভাকে ঘিরে খুলনার সর্বত্রই সাজ সাজ রব পড়ে গেছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রায় দুই দশক পর খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ঐতিহাসিক নির্বাচনী জনসভা। জানা গেছে, জনসভা থেকে আমীরে জামায়াত খুলনাবাসীর বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা তুলে ধরবেন।


আমীরে জামায়াতের সফরসূচী অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোরে পৌঁছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। পরে তিনি হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রাপথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভায় অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। সেখান থেকে তিনি দুপুর ২টায় খুলনায় পৌঁছাবেন এবং বেলা সাড়ে ৩টার দিকে সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর তিনি বাগেরহাটে যাবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার জনসভায় বক্তব্য রাখবেন।


খুলনার জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।


জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর, খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। এতে আরও বক্তব্য রাখবেন খুলনা-৬ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৪ আসনের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-১ আসনের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দীসহ কেন্দ্রীয়, মহানগরী ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান জানান, জনসভা বাস্তবায়নে ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সার্কিট হাউজ ময়দানে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মিডিয়ার জন্য ২৪ ফুট বাই ১২ ফুট আলাদা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নারীদের বসার জন্য পর্দাসহ পৃথক ব্যবস্থা, খাবার পানি ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সহস্রাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। খুলনা জেলা প্রশাসন ও কেএমপি’র কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। নগরবাসী যাতে মাঠের বাইরে থেকেও বক্তব্য শুনতে পারেন, সে জন্য সার্কিট হাউজ ময়দানসহ আশপাশের সড়কে দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।


তিনি আশা প্রকাশ করেন, এ জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং এটি খুলনার স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক জনসভায় রূপ নেবে।

পড়ুন- খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন