মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ৩ জন। এ সময় তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তবে আটককৃতদের দাবি তারা ডাকাত নয় প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে জনতার হাতে তুলে দিয়েছে।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) দিবাগত রাত আড়ইটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে আবু হানিফ (৪২), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারী ছেড়ে রাসেল (২৫) ও গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মুজাফফর বেপারীর ছেলে লোকমান (৩০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে গ্রাম পাহারার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পাহারা শুরু করার পর রাত আড়াইটার দিকে গ্রামে ১০/১২জন লোকের উপস্থিতি টের পায় পাহারাদার দল। এ সময় তাদের ধাওয়া দেওয়া হলে কয়েকজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হয় ৩ জন।
আটককৃতদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩ টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গণধোলাই দিয়ে তাদের আটকে রাখে উত্তেজিত জনতা। পরে শুক্রবার সকাল নয়টার দিকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা.নূরে আলম জিকু বলেন, এ ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আহত লোকমান ও আবু হানিফের অবস্থা ভালো নয়। তাদের শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা ভেঙে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক্স-রে করতে দেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারব।’
তবে জনতার হাতে আটক লোকমান নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ‘ আমরা ডাকাত নই। আমাদের প্রতিপক্ষ নয়ন-পিয়াস গ্রুপের লোকজন গতকাল রাতে আমাদের মারধর ধরে জনতার হাতে তুলে দিয়েছে। এই ভোতা অস্ত্র, পেট্রোল বোমা নিয়ে কেউ ডাকাতি করতে আসে? এসব অস্ত্রও তাদের দেওয়া।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ‘ খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনতার হাতে আটক ৩ জনকে আমরা থানায় নিয়ে এসেছি। তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


