১৫/০১/২০২৬, ০:৪১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ০:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলাকারী কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নৌ ডাকাত নয়ন-পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।।শনিবার (৬ আগস্ট) বিকেলে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট উপদেষ্টা বলেন, আমার বাড়ি মুন্সীগঞ্জে। আমি আগে থেকেই এই নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে অবগত। তাদের হাতে লুট হওয়া অস্ত্র থাকতে পারে। এগুলো উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। ক্যাম্পটি আপাতত অস্থায়ী হলেও স্থায়ী করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সাংবাদিকরা আলু চাষীদের সমস্যার কথা উল্লেখ করলে তিনি জানান,আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে দাম নির্ধারণ দেওয়া হয়েছে। তবুও হিমাগার থেকে আলু বের হচ্ছে না, বিষয়টি সরকার নজরদারিতে রেখেছে

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ন রশীদ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

প্রসঙ্গত, নৌ ডাকাতদের দমনে গত ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হয়। এর পর ২৫ আগস্ট নয়ন-পিয়াস বাহিনী পুলিশকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি ও একাধিক ককটেল নিক্ষেপ করে। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে নয়নের বড় ভাই রিপনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পড়ুন :মুন্সীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন