28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‘গণআন্দোলনে আহতদের চিকিৎসা ও পূনর্বাসন করা হবে’

জুলাই আন্দোলনে আহতদের সু-চিকিৎসা ও পূনর্বাসন করা হবে। সারাজীবন চিকিৎসা দেয়া হবে বিনামূল্যে। জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান। বিকেলে সচিবালয়ে আহতদের সাথে উপদেষ্টাদের বৈঠকে এই আশ্বাস দেন তিনি।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে বুধবার রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু, আহত সবার সঙ্গে দেখা না করায় হাসপাতালেই তোপের মুখে পড়েন তিনি। একপর্যায়ে তিনি হাসপাতাল ছাড়তে বাধ্য হন। এরপর রাতভর সড়ক বন্ধ করে আন্দোলন করে আহতরা।

আহতদের দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে গণঅভ্যুত্থানে আহতদের সাথে উপদেষ্টাদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে ‘রক্তিম জুলাই’ নামে আহতদের একটি সংগঠনের নেতাদের বাকবিতন্ডা শুরু হয়।

আহতদের চিকিৎসা ও পূনর্বাসন করা হবে

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তাদেরকে থামানোর চেষ্টা করেন।

দুই পক্ষের বাকবিতন্ডা ও তর্কবিতর্কের আড়াইঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আহতরা সাত দফা দাবি তুলে ধরলে, জুলাই আন্দোলনে আহতদের সু-চিকিৎসা ও পূনর্বাসন ও সারাজীবন বিনামূল্যে চিকিৎসা দেয়ার আশ্বাস দেয়া হয়।

উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আহত শিক্ষার্থীরা

টিএ/

দেখুন: ‘গণআন্দোলনে আহতদের চিকিৎসা ও পূনর্বাসন করা হবে’

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হবে তত ভালো : ড. ইউনূস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন