১৫/০১/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণজাগরণ সৃষ্টিতে আনিসুল হকের উঠান বৈঠক


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত নারী ও পুরুষ ভোটারদের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বৈঠকে স্থানীয় নেতাকর্মী, নারী ও পুরুষ ভোটারসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব আনিসুল হক, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ-১ (তাহিরপুর–ধর্মপাশা–জামালগঞ্জ) আসন।তিনি বলেন “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এখন ঐক্যের বিকল্প নেই। তারেক রহমানের ঘোষিত জাতির মুক্তির সনদই আমাদের পথপ্রদর্শক। জনগণের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূলের প্রতিটি কর্মীকে একসঙ্গে কাজ করতে হবে।”

আনিসুল হক আরও বলেন,“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের মুক্তির আন্দোলন। আমরা দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে মাঠে আছি, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবেই।” এই উঠান বৈঠকে নারী ভোটারদের উপস্থিতি ছিল ব্যতিক্রমধর্মী। তাঁরা বলেন, বর্তমান সরকারের অব্যাহত দুঃশাসন, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের কারণে সাধারণ মানুষ আজ ন্যায়ের আশায় আছে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসন পুনর্গঠনের মাধ্যমে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হবে বলে তাঁদের বিশ্বাস।তৃণমূলে গণজাগরণ সৃষ্টি স্থানীয় বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে উঠান বৈঠক আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে উঠছে।

বক্তারা বলেন, “বাংলাদেশ এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে। জনগণের রায়ই হবে গণতন্ত্রের জয়।”ঐক্যের আহ্বান বৈঠকের শেষে দলীয় নেতাকর্মীরা একসঙ্গে শপথ নেন যে, আগাম নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাঁরা ঘরে ঘরে প্রচারণা চালাবেন এবং প্রতিটি ওয়ার্ডে ভোটারদের সংগঠিত করবেন।বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এ উঠান বৈঠকে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন