১৩/০১/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণভোটে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে সরকারের ব্যাপক কর্মসূচি

গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূলে গণভোট সংক্রান্ত বিভ্রান্তি ও অস্পষ্টতা দূর করা যায়।

বিজ্ঞাপন

এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ জানুয়ারি) বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনগুলোতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং আরেক বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েক দিনের মধ্যে দেশের অন্যান্য বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচির আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। পাশাপাশি ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সোমবার (১২ জানুয়ারি) রাজশাহী, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে এসব কর্মসূচি আয়োজনের সূচি নির্ধারিত রয়েছে।

মতবিনিময় সভাগুলোতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, প্রেস ক্লাবের সভাপতি বা সম্পাদক, ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠন ও এনজিও প্রধান, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এসব সভার মাধ্যমে গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা হবে।

এদিকে গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত মোট আটটি ফটোকার্ড প্রকাশ ও শেয়ার করা হচ্ছে। ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পড়ুন: জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন