১৩/০১/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে এনসিপি অ্যাম্বাসেডর থাকবে সারা দেশে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দশব্যাপী বিশেষ প্রচার চালাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। যেসব আসনে তাদের নিজেদের প্রার্থী থাকবে সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি।

এনসিপি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির নেতৃত্ব দেবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই দেশব্যাপী গণভোটের প্রচারে নামবে তারা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত ৩১ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে।

কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

দলীয় সূত্র অনুযায়ী, সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রাথমিকভাবে ৩০টি আসনে সমঝোতার আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এ পর্যন্ত ৪৪টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন এনসিপির প্রার্থীরা। আসন সমঝোতা চূড়ান্ত হলে নিজ দলের প্রার্থীরা সরে দাঁড়িয়ে জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন বিএনপি প্রার্থী মুন্সীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন