রাজধানীর পূর্বাচলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’-এর শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাতে পূর্বাচলের ‘রিকশা’ ক্যাফেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যান্ত্রিক শহরের ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই রিক্সা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটররা। রাত ৯টা বাজতেই এডিটরদের ব্যাপক উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ভিডিও এডিটরদের পেশাগত মান উন্নয়ন ও স্বীকৃতি নিশ্চিত করণ, পারস্পরিক সম্পর্ক জোরদার, বেকারত্ব দূরীকরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণই ছিলো এই মিলনমেলার লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রীতিভোজের আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা। তিনি বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। এই স্বতঃস্ফূর্ততা আগামী দিনে আমাদের বড় পরিসরে কাজ করার এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে আরও সুদৃঢ় করবে।’
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিদিনের পেশাগত চরম ব্যস্ততা ও চাপের মাঝেও এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন তাদের মানসিক প্রশান্তি বয়ে এনেছে। সাময়িক সময়ের জন্য হলেও এ মিলনমেলা হয়ে উঠেছে আনন্দ, স্বস্তি ও প্রেরণার উৎস। একই সঙ্গে দীর্ঘদিনের সহকর্মীদের এক ছাদের নিচে একসঙ্গে পেয়ে পেশাগত সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় ও মজবুত হয়েছে। যা ভবিষ্যতে সংগঠনের পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
পড়ুন : ৫০ বছর পূর্তি: ঢাকায় চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাবের যাত্রা শুরু


