হবিগঞ্জের মাধবপুরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক ফলজ ও কাঠের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী দলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামে। ভুক্তভোগী কৃষক মুসলিম উদ্দিন শুভর মালিকানাধীন জমিতে শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে এই হামলা চালানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় দেওগা গ্রামের ছোট মিয়া দেওগাঁও, রেজু মিয়া ও গেদু মিয়া তাদের সহযোগীদের নিয়ে রাতের অন্ধকারে ফলন্ত আম ও কাঠের চারা গাছ কেটে ফেলে এ সময় তারা জমিটির মালিকানা নিজেদের দাবি করে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী মুসলিম উদ্দিন শুভ বলেন,“অনেক কষ্ট করে ও দীর্ঘ সময় ধরে গাছগুলো লাগিয়েছিলাম। কিন্তু অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় গভীর রাতে সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। তারা অস্ত্রধারী ছিল, তাই আমরা কাছে যেতে পারিনি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে অভিযুক্ত ছোট মিয়া ও তার সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন,“এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। ওই জমি আমরা কিনেছি। গাছ কাটার ঘটনার সঙ্গে আমরা জড়িত নই।”
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ বলেন,“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা রাতের আঁধারে এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


