“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও আনোয়ার হোসেন বলেন, দেশি ফলের পুষ্টিগুণ অপরিসীম। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায়, পুষ্টি চাহিদা পূরণে ও কৃষি উন্নয়নে দেশীয় ফল চাষের কোনো বিকল্প নেই। এই মেলার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় ফল ও ফল চাষের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হবে।
কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি ও পুষ্টি উন্নয়নে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। ফল উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের উৎসাহিত করা ও দেশীয় ফলের প্রচার-প্রসার ঘটানো।
মেলায় স্থানীয় কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ফল যেমন—লিচু, আম, জাম, কাঁঠাল, আনারস, পেয়ারা, কুল প্রভৃতির প্রদর্শনী এবং বিক্রয় স্ট্রোল বসানো হয়েছে।
পড়ুন: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস


