১৫/০১/২০২৬, ১৬:৩৬ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৬:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে বিএনপি অফিসের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া ইউনিয়নের বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু এবং একটি হুমকিপূর্ণ চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অফিসের সামনে বোমার সদৃশ্য বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল—গ্রামের ছেলে হিসেবে এতদিন ভালোই ছিলাম, কিন্তু তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না। শেখ হাসিনা পালিয়ে গেছে তো কী হয়েছে। মাথায় রাখিস, আমরা জায়গার মাল জায়গায় বসে আছি। ২০১৮ সালে তো হালকা হয়েছে, ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে… — এমন ভাষায় হুমকি দেওয়া হয়।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র ফেলেছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ কার্যালয়ের আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ সূত্র।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় এমন ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার পেছনে যেই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন