১৫/০১/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকালে দিকে গাংনীস্থ জেলা বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গাংনী আসনে ঘোষিত বর্তমান মনোনয়ন স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে জেলা বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিই ছিল মিছিলের মূল স্লোগান। স্থানীয়দের দাবি—দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়াতে মনোনয়ন পরিবর্তন প্রয়োজন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দীন কালু। তিনি বলেন, “গাংনী বিএনপির প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ। ত্যাগী নেতাদের মূল্যায়ন না হলে সংগঠনে হতাশা বাড়বে। আমরা দলের হাইকমান্ডের কাছে জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।

গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, এ আসনে জনগণের সমর্থন যাঁর পক্ষে বেশি, তাঁকেই মনোনয়ন দেওয়া উচিত। তৃণমূলের মতামতকে মূল্য দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

পড়ুন- রূপগঞ্জে বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে ভূমিকম্পের ক্ষত

দেখুন- পুরান ঢাকা নতুন হবে কবে? ভূমিকম্প ঝুঁকিতে লাখো মানুষ! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন