গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতাররা উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) ও একই এলাকার মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম আজ মঙ্গলবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
এর আগে সোমবার দিবাগত রাতে শুরু হয়ে মঙ্গলবার ভোররাত পর্যন্ত চলা এ অভিযানে ১৭টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ১৭টি সিমকার্ড জব্দসহ এ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় হ্যাকিং এর কাজে ব্যবহৃত ওইসব মোবাইল ও সিকার্ডসহ আশিকুর রহমান ও আদম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সুত্র আরও জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল। অভিযানে সেনাবহিনী ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। পরে সকালে আসামীদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার হ্যাকারদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে আসামীদেরকে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পড়ুন: চাঁদপুরে আসছে এনসিপি নেতারা: জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা
দেখুন: মফস্বলের এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ৫৩ জন! |
ইম/


