কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে গাইবান্ধায় গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল বের করেন। এতে অংশ নেয় জুলাই যোদ্ধা, এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্ধ। ডিসি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে জাতীয় পাটিকে স্বৈরাচারের দোসরের এই বাংলায় ঠাঁই নাই, ভিপি নুর আহত ক্যানো প্রশাসন জবাব চাই, জুলাই যোদ্ধা আহত ক্যানোসহ বিভিন্ন স্লোগান দিয়ে স্টোশন রোডে দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন। সেখানে পুলিশ সদস্যদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
এদিকে গণঅধিকার পরিষদের কর্মসুচিকে ঘিরে জেলা শহরের জাতীয় পাটি অফিসে সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশ সদস্যরা বলছেন, গতকাল নুরের ঘটনাকে কেন্দ্র আমাদের কঠোর নির্দেশনা এসেছে। জাতীয় পাটির অফিসের কোন ক্ষয়ক্ষতি করতে না পারে। এজন্য আমরা সর্তকতার সাথে কঠোর অবস্থানে আছি।
এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার এঞ্জেলা নিশাতের সরকারি ব্যবহৃত মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেন নাই।
পড়ুন : গাইবান্ধায় কলেজ ছাত্র সিজু হত্যার ঘটনায় থানার ওসিসহ ১৫জনের নামে মামলা


