গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুরে বাজারের গুদামে ঝুলন্ত অবস্থায় বদিয়ার রহমান (৬৫) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে গুদাম থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত বদিয়ার রহমান পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই গুদামের কর্মচারী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে বদিয়ার রহমান বাড়ি থেকে গিয়ে গুদাম খোলেন। পরে গুদামে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখা যায়। তিনি দীর্ঘদিন ধরে ওই গুদামে কাজ করছেন।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।