১৪/০১/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় জাতীয় পাটির অফিস ভাংচুর

নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল নিয়ে জেলা জাতীয় পাটির অফিস ভাংচুর করা হয়েছে।

শনিবার দুপুরে গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি শহরে স্টেশন রোডে জাতীয় পার্টির অফিস মুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে এক সমাবেশ বক্তব্য দেন , গণধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন,সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম । বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা সহ অন্যরা।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের উপর বর্বরোচিত হামলা গণতন্ত্র হত্যার সমান। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশী বাধা উপেক্ষা করে শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টি অফিসে হামলা চালায়। এসময় তারা জাতীয় পার্টির জেলা অফিসের নাম ফলক,ব্যানার দরজা, শাটার ভাংচুর করে।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধায় কলেজ ছাত্র সিজু হত্যার ঘটনায় থানার ওসিসহ ১৫জনের নামে মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন