গাইবান্ধায় গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘনায় আহত শরিফুল ইসলাম (৩২) নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। শরিফুল নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের ইউপি সদস্য ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিল। আজ শক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করছেন নাকাই ইউনিয়নের ডুমুর গাছা গ্রামের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার রংপুর -ঢাকা মহাসড়কের ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিস সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।
পড়ুন : গাইবান্ধায় জামায়াতের হেভিওয়েট প্রার্থীসহ আট জনের মনোনয়ন বাতিল


