১৪/০১/২০২৬, ৫:০৩ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় জামায়াতের হেভিওয়েট প্রার্থীসহ আট জনের মনোনয়ন বাতিল

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১(সুন্দরগঞ্জ) আসনে জামায়াতের ইসলামীর হেভিওয়েট প্রার্থী মো. মাজেদুর রহমানসহ আট জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

গাইবান্ধা -১ সুন্দরগঞ্জে পাঁচজন হলেন, জামায়াত প্রার্থী মাজেদুর রহমান মাজেদ,স্বতন্ত্র প্রার্থী ছালমা আকতার , মো. মোস্তফা মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী, জাতীয় পাটির মাহফুজুল হক সরদার ও গাইবান্ধা সদর-০২ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, বাংলাদেশ কমিউনিষ্ট পাটি মিহির কুমার ঘোষ, খেলাফত মজলিশের প্রার্থী এ কেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শক্রবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান। তিনি বলেন, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই গাইবান্ধা-০১ ও গাইবান্ধা-০২ আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০১ আসনে মনোনয়নপত্র জমা দেন ১০ জন প্রার্থী এর মধ্যে যাচাই-বাছাইয়ের প্রথম দিনে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন এসেছে। যাচাই-বাছাই শেষে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ সহ মোট ৫ জনের প্রার্থীতা বাতিল করে।
অপর দিকে গাইবান্ধা সদর -০২ আসনে মনোনয়নপত্র জমা দেন মোট ৮ জন প্রার্থী এর মধ্যে ইসলামি আন্দোলনের মো আব্দুল মাজেদ সহ মোট ৩ জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

তিনি আরও তবে বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন।
আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবেন তাঁরা।

পড়ুন- গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দেখুন- সাদা ফুল হাতে বেগম জিয়াকে শ্রদ্ধা জানালেন সুইডিশ নাগরিক সামিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন