গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ উপজেলরা হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের ধানের জমিতে কাজ করছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হলে তিনি জমিতেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দেখুন: জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাহার করে বের হয়ে গেলেন অনেকেই |
ইম/


