১৪/০১/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৪/০১/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় পাচঁটি আসনে আগামী জাতীয় সংসদের বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার চারটি আসনসহ সারাদেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে জেলা বিএনপির উপদেষ্টা ডা: জিয়াউল ইসলাম জিয়া, গাইবান্ধা -২ সদর আসেনর প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনের প্রার্থী জেলা বিএনপির ডা: মইনুল হাসান সাদিক, গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসেন বিএনপি নেতা শামীম কায়সার লিংকন, গাইবান্ধা -৫ ( ফুলছড়ি- সাঘাটা) আসনের প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার। এ দিকে বিএনপির তৃনমূলের নেতারা বলছেন, এবার দল মনোনয়নে সঠিক সিন্ধান্ত নিয়েছেন। যারা ত্যাগী, তাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা হয়েছে। সবাই ঐক্যবন্ধ হয়ে বিএনপির মনোনীতি প্রার্থীদের পক্ষে ভোটরে মাঠে কাজ করে বিজয় ছিনিয়ে আনবেন বলে আশা করছেন তারা। গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। তিনি বলেন, দল যাকে মনোয়ন দিয়েছে। তার পক্ষে তিনি নেতাকর্মী নিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন দলের সিন্ধান্তের বাহিরের আমরা কেউই না। তাই দল যাকে ভালো মনে করছেন তাকেই মনোয়ন দিয়েছেন। গাইবান্ধা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু বলেন, ত্রোয়োদশ জাতীয় সংসদে গাইবান্ধার পাঁচটি আসনে যাদের মনোয়ন দেওয়া হয়েছে তারা সবাই ত্যাগী। দলের দু:সময়ে তারা দলের হাল ধরছেন। এবার দল কোন ভাড়াটে টাকা আওয়ালকে নিয়ে এসে কাউকে মনোয়ন দেয় নাই। দলের সঠিক সিন্ধান্তে নেতাকর্মীরা আনন্দিত। কারণ ইতি পূর্বে বিএনপির জন্য মাঠে কাজ করে এ জেলায় অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়েছেন। কিন্তু এবার সেটা হয়নি। নেতাকর্মীরা ধানের শীর্ষ প্রতীককে বিজয় করতে কোমড় বেঁধে সবাই কাজ করবেন বলে তিনি মনে করেন। জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক তিনি গাইবান্ধা -৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, আমি বিএনপির দু:সময়ে বিএনপির জন্য কাজ করছি। আমাকে দল সেই কাজের মূল্যায়ন করছেন। আমি দলের প্রতি কৃতজ্ঞ। এই আসনে বিপুল ভোটে জয়ী হয়ে দলকে এই আসনটি উপহার দিবেন বলে তিনি আশা করছেন।

বিজ্ঞাপন

পড়ুন: গাইবান্ধায় চোর সন্দেহে নিহত তিনজনের পরিচয় মিলেছে

দেখুন: গাইবান্ধা শহরে সিসি ক্যামেরা নষ্ট, বিদুৎতের তার চুরির হিড়িক 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন