গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাককে পিছন ধাক্কায় কাজী লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার পুত্র জামিল (১৭)। আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধা গামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে দ্রুত গতিতে পিছন থেকে ধাক্কা দেয় । এ সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের ডান পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়। এসময় বাসের আটজন গুরুতর আহত হন। স্থানীয় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
বাসে থাকা সোনালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘন কুয়াশায় সামনে কিছু দেখা যায়নি এরপরও ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলো ।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত কাজী লাইন নাইট কোচটি উদ্ধার করে পলাশবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বলেন, ধারনা করা হচ্ছে ঘন কুয়াশা ও যাত্রীবাহী বাসের উচ্চ গতির কারণে দূর্ঘটনাটি হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে এবং চালক পলাতক। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দেখুন: মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহে ছয়জনের মৃত্যুদণ্ড
ইম/


