১৪/০১/২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় সাওতাল বিদ্রোহ দিবস পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পথযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। আজ রোববার দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম কাটার মোড় এলাকায় কর্মসূচি পালন করা হয়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির শুরুতে কাটামোড় এলাকায় অস্থায়ী দেবীতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। পরে সেখান থেকে একটি পথযাত্রা বের হয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ হেটে বাগদা ফার্ম এলাকায় এসে পৌছায়। পরে দুপুর দুইটার দিকে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে।

সমাবেশ কালে বক্তব্য দেন, আদিবাসী যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি টনি চিরীন,সাওতাল নেতা বার্নাবাস টুডু, প্রিসিলা মুর্মু, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের জেলা আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু,নওগা জাতীয় আদিবাসি পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুভা, রংপুর জাতীয় আদিবাসি পরিষদের সাধারণ সম্পাদক জোসেফ ফরেন, ঘোড়াঘাট আদিবাসি উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক রিপন বেসরা জয়, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস,সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, সাওতাল নেতা তৃষত্তা মুর্মু, স্বপন শেখ,আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন সাঁওতাল হত্যার বিচার দাবি করা হয়। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে কিন্তু সাঁওতালরা এখনো অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালে গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি-ঘরে হামলা-অগ্নিসংযোগ-লুটতরাজ ও তিন সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার বিগত ও বর্তমান সরকার করতে পারেনি। জীবনের নিরাপত্তাসহ বাগদা ফার্মের ১৮৪২ দশমিক ৩০ একর জমি পূর্ব মালিকদের ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সাওতালদের রক্ত ভেজা জমিতে রংপুর ইপিজেট নির্মাণের পায়তারা করছে। আমরা সাওতাদলের জমিতে ইপিজেট করতে দিবো না। প্রয়োজনে রক্ত দিবো কিন্তু এই ভূমিতে ইপিজেট হবে না। এই জমিতে ইপিজেট নির্মাণ নিয়ে সকল ষড়যন্ত্র সাঁওতালরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।

উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে নিহত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ আরও অনেকে। তখন থেকে সাঁওতালরা প্রতিবছর ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করে আসছে।

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি, সেল-০১৭১৭০৩৬৫১৮, তাং-৩০/০৬/২০২৫ইং

পড়ুন: সাবমেরিন ক্যাবল কাটল দুষ্কৃতকারীরা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৫ হাজারের বেশি গ্রাহক

দেখুন: বিষাক্ত রাসায়নিক ট্যাবলেট খেয়ে পরপারে পাড়ি জমালেন স্কুল শিক্ষক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন