গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধ পাঁচ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকালে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, পরিবেশ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস
ইটভাটাকে জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটা গুলো বন্ধে নির্দেশনা প্রদান করা হয়। গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
আদালত পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল।
এসময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা,গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: শের আলম। এতে সহযোিগতা করেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
পড়ুন- ঝিনাইদহ-৪ আসনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্বতন্ত্র প্রার্থীর দোয়া মাহফিল


