28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গাছ কাটা বন্ধে কমিটি কেন নয়, জানতে চায় হাইকোর্ট

পরিবেশ রক্ষায় সারা দেশে গাছ কাটা বন্ধে বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনে কেন নির্দেশ দেয়া হবে না মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।

দুপুরে বিচারপতি মো.খসরুজাম্মান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই রুল ইস্যু করেন। রুলে পরিবেশ ও বন মন্ত্রনালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

পরিবেশ সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে মর্মে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী একটি সংগঠন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে রবিবার (৫ মে) পরিবেশ রক্ষায় রাজধানীসহ সারা দেশের গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ রিট পিটিশন দায়ের করে। তাদের পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন