ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৬৫ জন এবং আহত হয়েছেন ১৪০ জন। সর্বশেষ এই হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪০৯ জন।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে বুধবার সকাল গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সর্বশেষ এই হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪০৯ জন। এছাড়া ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আহত হয়েছেন ৯৯ হাজার ১৫৩ জন।