কিছুক্ষণ আগে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘ জানায়, জরুরী খাদ্য সহায়তা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ঐ এলাকায় এই হামলা চালানো হলো। জাতিসংঘ আরও জানায়, এ পর্যন্ত ঐ এলাকায় ইসরায়েল এমাসে শুধুমাত্র একবারই জরুরী সাহায্য সহায়তা পাঠাতে দিয়েছিলো। আর তার পরপরই এই হামলা।
জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান বলেন, সারা বিশ্ব প্রতিনিয়ত ঘটে যাওয়া গুরুতর আন্তর্জাতিক অপরাধ তাকিয়ে তাকিয়ে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, জরুরী সাহায্য সহায়তার কাজকে এগিয়ে নিতে ইসরায়েলকে দেওয়া ৩০ দিন মেয়াদে অস্ত্র কেনার তহবিল শেষ হলে তা বাড়ানো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিরত থাকবে। অন্যথা ইসরায়েলকে সমরাস্ত্র কেনার তহবিলের চলতি মেয়াদ শেষ হলে তার মেয়াদ আর বাড়ানো হবে না। সাহায্য সংস্থাগুলো বলছে, ঐ ৩০ দিন মেয়াদের সীমাকে অনেক আগেই ছাড়িয়ে গেছে।
এর মধ্যে ইসরায়েলি সেনা সেখানে ৬৪ জনকে এবং লেবাননে ২৮ জনকে হত্যা করেছে। ২০২৩ এর ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় এপর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৬৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত: ১ লাখ ৩ হাজার ৭৬ জন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ২৮৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৪ হাজার ২২২ জন।
আরও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস
শিশু হত্যা: জাতিসংঘের কালোতালিকায় ইসরায়েলি বাহিনী