১৪/০১/২০২৬, ১৯:৪৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৯:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

অটো ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলার সদর উপজেলা বাঘের বাজারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তাতারা বলেন, ইসলাম উদ্দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীদের সাথে মিলে বাঘের বাজার এলাকার সাধারণ নিরীহ মানুষের জমি দখল করেছে। তাঁর নেতৃত্বে একটি চক্র বাঘের বাজার ও আশপাশের এলাকায় ভূমি দখল এবং অটোস্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে অটোস্ট্যান্ড থেকে তার লোকজন চাঁদা তুলতে আসলে চালক ও এলাকাবাসী তাদের বাধা দেয়। এসময় নিরীহ এক অটোচালককে মারধর এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী দেলোয়ারকে তার (ইসলাম উদ্দিনের) দোকানে আটক করে নির্যাতন করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার (১৩ জুলাই) দেলায়ার হোসেন বাদী হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিন ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে আটক করে জেল হাজতে পাঠায়।

বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা অরো বলেন, ইসলাম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগীরা চাঁদাবাজি করছিল। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল অটোস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে অবস্থান নিয়েছি। তার এসব অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ জানালে তার লালিত বাহিনীর সদস্যরা আমাদের নিরীহ চালকদেরকে হামলা ও মারধর করে। তারা মামলার প্রধান আসামী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনসহ অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের দাবী জানান। এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পথ থেকে বহিষ্কারের দাবিজানিয়ে বিক্ষোভ কারীরা বাঘেরবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করে। এ সময় প্রায় ১০ মিনিট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তৌহিদ আহমদে বলেন, ইতোমধ্যে ওই মামলার দুই নম্বর আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সে এখনো কারাগারে রয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন