টানা দুই সপ্তাহেরও বেশি সময় সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে চলেছে শ্রমিক অসন্তোষ। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হয়েছিলো। আজ আবারও মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন পোশাক খাতের শ্রমিকরা।
হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
সকাল আটটার পর থেকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় কারখানার পাশে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। মহাসড়কের উভয় পাশে যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পরে বেলা ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, কারখানার কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা চলছে।
এছাড়া গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন একটি ওষুধ ও তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা।
এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায়, চালু রয়েছে অধিকাংশ কারখানা। কাজের চাপ থাকায় অনেক কারখানায় ছুটির দিনেও উৎপাদন চালিয়ে যাচ্ছে। তবে অভ্যন্তরীন কারণে আজও শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত ১৯টি কারখানা।