গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে শহরের মিশন মোড়ের গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন জেলার কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।
লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদ লিটনের সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়। এতে জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য কলঙ্কজনক। সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
আরটিভির জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন অভিযোগ করে বলেন, ভিডিও ধারণ ও প্রকাশ করায় তুহিনকে হত্যা করা হয়েছে। এটি সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ। সচেতন নাগরিক অ্যাডভোকেট রাসেল আহমেদ বলেন, ৬ আগস্ট সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে, আর ৭ আগস্ট তুহিনকে হত্যা করা হয়েছে। এভাবে সাংবাদিকদের ওপর হামলা চলতে থাকলে দুর্নীতি ও অন্যায়ের মাত্রা আরও বেড়ে যাবে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ লিটন বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে, এটাই আমাদের দাবি।
সহ-সভাপতি মেহেদী হাসান জুয়েল বলেন, শুধুমাত্র ভিডিও ধারণ ও প্রকাশের কারণে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে—এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন একুশে টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়, জিটিভির জেলা প্রতিনিধি আলতাবুর রহমান, নাগরিক টিভি জেলা প্রতিনিধি মহসীন ইসলাম শাওনসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পড়ুন: নোয়াখালীতে প্রবাসীর পরিবারের ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
দেখুন: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত
ইম/


