গাজীপুরের শ্রীপুরের মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওই পুকুরে জাল উঠে আসা ব্যাগ থেকে ককটেল গুলো উদ্ধার করা হয়।
স্থানীয় যুবক জাহাঙ্গীর জানান, তারা তিনজন মাছ ব্যবসায়ী শুক্রবার সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরার জন্য নামেন। এসময় জালে একটি ব্যাগ উঠে আসে। উঠে আসা ব্যাগে বোমা সদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে খবর পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য ও সেনাবাহিনীর ৯পদাতিক ডিভিশনের ৮ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে আসেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আমাদের কয়েকটি টিম তদন্তে নেমেছে।
পড়ুন- কুমিল্লায় গোষ্ঠীগত দ্বন্দ্বে দুজনকে গু’লি করে হ’ত্যা’
দেখুন- প্রবাসী পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ইসির কাছে ব্যাখ্যা দাবি বিএনপির


