22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

গাজীপুর থেকে ছিনতাইকারী চক্রের ১৮ সদস্য গ্রেফতার

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ জন দলনেতাসহ মোট ১৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

০৩ এপ্রিল সন্ধ্যায় র‍্যাব-১ বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর সদর থানার পশ্চিম ভুরুলিয়া বিআইডিসি রোডের পাশে একটি সংঘবদ্ধ দল ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছে। র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করে। সেসময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল, ৪টি লোহার তৈরি চাকু, ২টি চাপাতি ও নগদ ৩,৩২০ টাকা উদ্ধার করে। আসামীরা পরস্পর যোগসাজশে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলো বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- ১। খাইরুল ইসলাম (২২) পিতা- শাহজালাল মিয়া, সাং-শিমুলিয়া মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-কিশোরগঞ্জ ২। মোঃ লিটন মিয়া (২১), পিতা-মোঃ আজমত আলী, সাং-কেরামজানী চরপাড়া, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল, ৩। আলআমিন (২৬), পিতা-আব্দুল মোত্তালিব, সাং-কোনাপাড়া, আব্দুল্লাপুর, থানা-নান্দাইল, জেলা- ময়মনসিংহ, ৪। মোঃ নয়নসাগর (২০), পিতা-মৃত বিল্লাল হক, সাং-রবিয়ারচর পশ্চিমপাড়া, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, ৫। মোঃ শাহরিয়ার হক তন্ময় (১৯), পিতা-বোরহান উদ্দিন, সাং- অষ্টমনিষা, থানা-ভাঙ্গুরা, জেলা-পাবনা, ৬। মোঃ সজীব (২০), পিতা-মৃত সোবহান, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ৭। সম্রাট সের নিয়াবাত (১৮), পিতা-মনির সের নিয়াবাত, সাং-গন্ডেরশর, থানা- বাবুগঞ্জ, জেলা-বরিশাল, ৮। শিমুল হাসান (২২), পিতা-মোঃ মিলন, সাং-বাসা নং-৫৯, বড়তলা মাঝার, ১০ নং গলি, থানা-হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ৯। মোঃ শাহীন (১৮), পিতা-আঃ রহমান, সাং-রথখোলা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১০। মোঃ ইলিয়াছ ২২), পিতা-মোঃ ইব্রাহীম, সাং-বারোমারি, থানা-লালিতাবাড়ী, জেলা-শেরপুর, ১১। মোঃ মাসুদ খান (২১), পিতা-মোঃ শাহজাহান, সাং-কলোহরী, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ১২। মোঃ আল মামুন (২২), পিতা-মোঃ সুমন, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৩। মোঃ সোহাগ মিয়া (১৯), পিতা-গাজী রহমান, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৪। মোঃ সাইদুল ইসলাম (১৮), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৫। মোঃ আলমগীর (১৯), পিতা- মোঃ শহীদ, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৬। মোঃ সুজন মিয়া (২৫), পিতা-মৃত রজব আলী, সাং-বালিয়াচন্ডী, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর, ১৭। অমিত চন্দ্র দাস (১৮), পিতা-অজিত চন্দ্র দাস, সাং- মারকাজ ভুরুলিয়া, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৮। মোঃ মানিক (১৮), পিতা-গোলাম মোস্তফা, সাং-চরালি, পো-উচাখিলা, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ।

ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চত্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে থাকে। ২৬ মার্চ টঙ্গীতে র‍্যাবের কন্ট্রোল রুম স্থাপন করার পর ছিনতাইয়ের অনেক অভিযোগ আসে র‍্যাব-১ এর কাছে। এরপর ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করতে র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন