25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

গাড়িতে বসে মদ পান, যৌথবাহিনীর হাতে নারী আটক

রাজধানীর এলাকায় গাড়িতে বসে মদ পান আর বহনের অভিযোগে এক নারীকে আটক এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযান তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। তবে তারা কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদকবহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এ ছাড়া যৌথ অভিযানে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৬টি গাড়ি। চালক ও গাড়ির লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় বেশিরভাগ মামলা করা হয়।

আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে মাদকসহ জামাই-শাশুড়ি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন