25 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গাবতলী বাসস্ট্যান্ডে সিটি টোলের নামে চাঁদাবাজি

সিটি টোলের নামে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, উত্তর সিটি কর্পোরেশনের রশিদ দেখিয়ে সিএনজি অটোরিকশা থেকে আদায় করা হচ্ছে ১০ থেকে ৩০ টাকা। আর বাস থেকে নেয়া হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা। এগুলোকে অবৈধ বললেও পুলিশ বা সিটি করপোরেশন কর্তৃপক্ষ, কেউই কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাবতলী বাসস্ট্যান্ডে উত্তর সিটি কর্পোরেশনের পোশাক পরে সিএনজি থামিয়ে টোল আদায় করছেন একজন যুবক। টার্মিনাল অথবা পার্কিং ফি বাবদ এসব রশিদের গায়ে ১০ টাকা লেখা থাকলেও নেওয়া হচ্ছে কয়েকগুণ বেশি। পার্কিং ফির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছেন না এসব যুবক।

পার্কিং ফির নামে এসব বাড়তি অর্থ আদায়ে বিব্রত স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম। গাবতলীতে ওপেন চাঁদাবাজি হয় বলে তিনি স্বীকার করেছেন। দারুস সালাম থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, চাঁদাবাজি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সিটি কর্পোরেশনের নামে সড়কে এমন চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন