এবার একক ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো। এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্বদ্যিালয় গুলোর উপাচার্য দের নিয়ে গত বুধবার এক জরুরী বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়।
সরকার পতনের পর গুঞ্জন উঠে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি ভেঙ্গে যাবার। আওয়ামীলীগ সরকারের সময় নেওয়া গুচ্ছ পদ্ধতি থেকে একে একে বের হয়ে আসছে বিশ্ববিদ্যালয়গুলো। ইতিমধ্যেই একক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্বদ্যিালয় সহ অরও কয়েকেটি বিশ্ববিদ্যালয়।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই সিদ্ধান্ত নিয়েছে রুয়েট ও চুয়েট এর একাডেমিক কাউন্সিল।
তবে এ বিষয়ে উপাচার্যদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করা জরুরী বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বলা হয়েছে ভর্তি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে সর্বজনগ্রাহ্য সিদ্ধান্ত।
এনএ/