36 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

গুজরাটের কাছে হেরে তিন নাম্বারে বেঙ্গালুরু

উদ্বোধনী ম্যাচে কলকাতা ও পরের ম্যাচে চেন্নাইকে হারিয়ে চলমান আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তৃতীয় ম্যাচে হোঁচট খেয়েছে কোহলিরা। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে তাদের। এতে সিংহাসন হারিয়ে তিনে নেমেছে বেঙ্গালুরু।


বুধবার (২ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে গুজরাটকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছিল বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ১৩ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় গুজরাট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।

জস বাটলারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সাই সুদর্শন। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৮৮ রান তুলতে পারেননি তিনি। ১ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন সুদর্শন। ৩৬ বলে ৪৯ রান করেন তিনি।

তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন বাটলার। তাকে সঙ্গ দেন রাদারফোর্ড। ৩১ বলে ফিফটি তুলে নেন বাটলার। শেষ পর্যন্ত রাদারফোর্ডের ১৮ বলে ৩০ রান এবং বাটলারের ৩৯ বলের অপরাজিত ৭৩ রানে ভর করে ১৩ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় গুজরাট।

এর আগে টস হেরে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। ৪২ রানে হারায় ৪ উইকেট। ১০৪ রানে ৬ উইকেট। বিরাট কোহলি আউট হয়েছেন মাত্র ৭ রান করে। এতে ১৫ ওভারে মাত্র ১০৫ রান তুলতে পারে দলটি।

তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন লিয়াম লিভিংস্টোন।শেষে সেই ঝড়ে বাতাস দিয়েছেন কেবল টিম ডেভিড। লিভিংস্টোন ৪০ বলে খেলেছেন ৫৪ রানের ঝোড়ো ইনিংস। এরপর ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি পায় বেঙ্গালুরু। 

পড়ুন : আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো গুজরাট টাইটানস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন