১৪/০১/২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কমিটি অনুমোদিত

নাটোর জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগার-এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর নাটোর জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোঃ জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান।

এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি (সাব রেজিস্টার, ডুমুরিয়া, খুলনা) মোঃ নাহিদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ সবুজ আলী (সমাজসেবা কর্মকর্তা, নবাবগঞ্জ, ঢাকা), ক্রীড়া সম্পাদক জনাব মোঃ রমজান আলী, সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ আমিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম এবং সদস্য হিসেবে সঞ্জয় গুহ, মোঃ জিল্লুর রহমান, মোঃ মহিউদ্দিন বিশ্বাস ও মোঃ মাহাবুর রহমান।

সভাপতি মোঃ জুয়েল রানা বলেন, গুরুদাসপুরের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাসান জানান, আমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও সময়োপযোগী করতে কাজ করবো।

১৯৩৪ সালে বিদুষী ইন্দুবালার অনুদানে প্রাপ্ত জমির উপর কিছু শিক্ষিত ও সমাজ সচেতন নাগরিকের উদ্যোগে গুরুদাসপুর ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদফতরে নিবন্ধিত হয় (রেজি: নং রাজ-২৩৯/৭৮)। প্রতিষ্ঠার পর থেকে এটি খেলাধুলা, সংস্কৃতি, পাঠাভ্যাস গড়ে তোলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন

পড়ুন : সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুর থানার ওসি বদলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন