19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সিএমএইচ থেকে গুলশানের বাসায় যাচ্ছেন বিএনপি মহাসচিব

সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিজের গুলশানের বাসার দিকে রওনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, মহাসচিব এখন অনেকটা সুস্থ আছেন। তার কিছু স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচ-এ হবে।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন।

 

তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।

টিএ/

দেখুন: গুলশানে ১২ তলা ভবনের আ*গুন নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন