সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিজের গুলশানের বাসার দিকে রওনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, মহাসচিব এখন অনেকটা সুস্থ আছেন। তার কিছু স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচ-এ হবে।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।
টিএ/