১৪/০১/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গুলশান থেকে উদ্ধার লাশটি পটুয়াখালীর ছাত্রদল নেতার

রাজধানীর গুলশানে লেকের পাশ থেকে উদ্ধার হওয়া রক্তাক্ত লাশটির পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম সৌরভ হোসেন, তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব ছিলেন।

নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন সূর্য্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১০ নভেম্বর) গতকাল রাতে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষপ্রান্তে লেকের পাশের ওয়াকওয়ে থেকে রক্তাক্ত অবস্থায় সৌরভ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সূর্য্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে রুবেল নামে একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন।

রাজনৈতিক বিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকেই। সৌরভেরও প্রতিপক্ষ ছিল। আমরা নিশ্চিত নই আসল কারণ কী। ঘটনাস্থলে সিসিটিভি রয়েছে, পুলিশ তদন্ত করলে প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে।

নিহতের ভগ্নীপতি মাসুম বিল্লাহ বলেন, আমরা থানায় আছি, হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

পড়ুন : মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন