গোপালগঞ্জে ঘন কুশায় কারণে চারটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন ও আহত হয়েছে ২০ জন।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো.আলী রাজ। তিনি দুর্ঘটনাকবলিত কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চালক ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুটি যানবাহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলে একজন নিহত হন ও আহত হন ২০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এনএ/