গোপালগঞ্জে মোটরসাইকেল ও মাহেনদ্রা’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন।
বুধবার (২এপ্রিল) সন্ধ্যার পরে গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের কামাল শেখ এর ছেলে মহন্নেত শেখও গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখ-এর ছেলে মারুফ শেখ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাঁশবাড়িয়া থেকে ছেড়ে আসা টুংগীপাড়া গামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র এমদাদুল হক ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মহন্নেত শেখ ও মাহেন্দ্রার যাত্রী মারুফ শেখ (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনায় আহতদের টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : http://গোপালগঞ্জের ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ