গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে আখাউড়া পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে মিছিলটি সড়কবাজার ও উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
তাদের মুখে ছিল— “আওয়ামী লীগের দালালরা হুশিয়ার সাবধান”, “অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন”, “ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “ইনকিলাব জিন্দাবাদ”— ইত্যাদি স্লোগান।
মিছিলে নেতৃত্ব দেন এনসিপির আখাউড়া উপজেলা প্রতিনিধি আসিফ নেওয়াজ সরকার, মো. রোবায়েত, মো. সুজন মিয়া, মো. অন্তর ও সকৈত চৌধুরী।
বিজ্ঞাপন
পড়ুন : আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী আতাউর রহমান সরকার


