16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

গোপীবাগে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনচ্যুত

ঢাকার গোপীবাগে নারায়ণগঞ্জগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন।

ট্রেনটির তিনটি বগি নির্ধারিত লাইন থেকে ছিটকে অন্য লাইনে চলে গেছে। যা উদ্ধারের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি উদ্ধারে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

উদ্ধারকাজে নিয়োজিত শ্রমিক আকবর হোসেন জানান, কিছুক্ষণ আগে উদ্ধারকাজ শুরু করেছি, এটি শেষ করতে কত সময় লাগতে পারে তা এখনি বলা যাচ্ছে না।

এদিকে ট্রেন লাইনচ্যুতের কারণে ঢাকা-ভাঙা, ঢাকা-নারায়নগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন