ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের চাবি আপনার হাতে স্লোগানে
জুলাই জাতীয় সনদ সংবিধানসহ নানা বিষয়ে সংস্কার বাস্তবায়ন আদেশে ১৪ জানুয়ারি বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া ।
ট্যাগ অফিসার গোলাকান্দাইল ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাতেনের তত্ত্বাবধানে পরিচালিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের জামায়াতে ইসলামী আমির, নায়েবে আমীর, এনসিপি নেতা, গোলাকান্দাইল ইউনিয়ন আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জামে মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজসেবী, সাংবাদিক, পেশাজীবিসহ ইউনিয়ন পরিষদের মেম্বারসহ স্থানীয় বাসিন্দারা।
এ সময় বক্তারা বলেন, ভোটের চাবি আপনার হাতেই। গণভোটে ভোটে হ্যাঁ জয়যুক্ত হলে,
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
১।সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
২।সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
৩।বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবে।
৪।যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
৫।সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে।
৬।ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
৭।দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
৮।জনগণের মৌলিক অধিকারের সংখ্যা (যেমন: ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না) বাড়বে।
৯।দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
১০।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকব। আর “না” ভোট দিলে জনগণ কিছুই পাবে না।
পড়ুন-সাকরাইনের উৎসবে রঙিন পুরান ঢাকা
দেখুন- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীজুড়ে অবরোধ


