20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সারা দেশে গণমিছিল

কোটা আন্দোলনে প্রাণহানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় গণমিছিল করেছে শিক্ষার্থী-শিক্ষক ও আইনজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। লক্ষ্মীপুরে মিছিলে হামলায় ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।

চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে লালদিঘী-রাইফেল ক্লাব হয়ে নগরের নিউমার্কেট মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা।

কোটা আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণে শোক পালন, মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় নাটোরে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রংপুরে আবু সাঈদসহ অন্যান্য শহীদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে তরুণ আইনজীবীরা। সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের ব্যানারে যশোর জজ কোর্ট মোড় থেকে মিছিলটি বের করা হয়। এতে অংশ নেন শতাধিক আইনজীবী।

লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এসময় আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তমিজ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন