34 C
Dhaka
শনিবার, মার্চ ২৯, ২০২৫

ইস্তাম্বুলের আলোচিত মেয়র ইমামোগলু গ্রেপ্তার

তুরস্কের পুলিশ ইস্তাম্বুলের আলোচিত মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করেছে। তাকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক তদন্তের অংশ হিসেবে ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, তার বিরুদ্ধে এবং আরও প্রায় ১০০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারের পর ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং চারদিনের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। এতে করে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা হুমকির মুখে পড়েছে। কারণ তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীদের উচ্চশিক্ষার ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে একরেম ইমামোগলু এরদোগানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এনএ/

দেখুন: মুক্তাগাছার সাবেক পৌর মেয়র গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন