তেল প্রায় শেষের পথে, প্রয়োজন নতুন উৎস। অর্থনীতিকে সাজাতে তাই নানা উদ্যোগ হাতে নিয়েছে সৌদি আরব। বসেছে ‘গ্লোবাল হারমনি’র আসর। দেশটির উন্নয়ন পর্বে বাংলাদেশের ভুমিকা অনেক তাই চারদিনব্যাপী বাংলাদেশ পর্বে নানা আয়োজন। যাতে মুগ্ধ প্রবাসীরা।
রিয়াদের সৌদি পার্ক, খেজুর গাছের দিকে না তাকালে পার্কের কেন্দ্রটিকে মনে হবে, বাংলাদেশের কোন এক জায়গায় মেলা বসেছে।
পান থেকে শুরু করপ কাপড়, তৈজসপত্র কিংবা বাংলার মজার স্বুস্বাদু খাবার। বাংলাদেশের জীবন পাচারের সঙ্গে জড়িত প্রায় সব উপাদানই জায়গা পেয়েছে স্টল গুলোতে।
মেলার পাশেই বসেছে, বাংলা গানের আসর। প্রথমবারের মতো আসলেন হাবীব ওয়াহিদ মাতালেন প্রবাসীদের মন।
একের পর এক পারফারমেন্সে মুগ্ধ প্রবাসীরা। জানান, একমাত্র সংগীতই পারে নানা মতের মানুষকে একই সুতোয় বাঁধতে।
এর আগে মঞ্চ মাতান অন্যান্য শিল্পীরা।
সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজন করেছে ‘গ্লোবাল হারমনি’। দক্ষিণ এশিয়ার তিন দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ে এই উদ্যোগে অংশ নিচ্ছে আরও একাধিক দেশ।
প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এই উৎসব রাঙ্গাত সৌদি নাগরিকরা অংশ নিচ্ছে। যাতে অনুপ্রানিত তারা। আজ সৌদি মাতাবেন, নগর বাউল জেমস।
টিএ/