25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

রাজধানীর বনানীর কড়াইল বৌ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোয়া ৪টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বস্তির বউবাজারে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে, বিকেল সোয়া ৪টায় আগুন লাগে এ বস্তিতে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।

এনএ/

আরও পড়ুন: দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

দেখুন: যাত্রী বেশে ট্রেনে উঠে নাশকতা করা হয়েছে: রেলমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন