ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। যদিও গতকালকের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবুও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকভাবেই অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে প্রকৃতিতে ঋতু বদল শুরু হয়। দিনে কিছুটা গরম পড়লেও সন্ধ্যার পর থেকেই অনুভূত হয় কনকনে শীত। ভোরের দিক থেকে পড়া শুরু করে কুয়াশা।
বিশেষ করে এই তীব্র শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এছাড়া শিশু ও বৃদ্ধার পাশাপাশি চরম বিপাকে পড়েছেন খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়বে।
এনএ/