23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুরের জনপদ

ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে দেশের উত্তরের জনপদ দিনাজপুর। তাপমাত্রা ক্রমশ কমেই যাচ্ছে দিনাজপুরে। ঘন কুয়াশার পাশাপাশি অব্যাহত রয়েছে হিমেল বাতাস। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল থেকে প্রায় সর্বত্রই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সেই সঙ্গে বইছে হিমবাতাস। এই কঠিন পরিস্থিতিতেও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হচ্ছেন।

স্থানীয়রা বলছেন, প্রয়োজন ছাড়া তারা কেউ বের হচ্ছেন না। আবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ফিরছেন বাড়িতে।

তারা আরও বলছেন, এমন আবহাওয়ার কারণে প্রায় ঘরে ঘরে মানুষ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

এনএ/

আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে

দেখুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন